
প্রকাশিত: Sun, Mar 19, 2023 4:39 PM আপডেট: Tue, May 13, 2025 4:19 PM
হবিগঞ্জে ৯ দফা দাবিতে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘট
আজিজুল ইসলাম: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল ভিতরে অ্যাম্বুলেন্স রেখে ব্যবসা করতে চায় জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অধীন পরিচালিত জেলা অ্যাম্বুলেন্স সমিতি। হাসপাতাল কর্তৃপক্ষ এ সুযোগ না দেওয়ায় আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। এতে জেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের পরিবহন যোগাযোগ বন্ধ।
হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, আমরা হঠাৎ ধর্মঘটের ডাক দেইনি। জেলা প্রশাসনকে বিকল্প জায়গায় হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখার স্থান নির্ধারণ করে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিই। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এ ধর্মঘটের ডাক দিয়েছি। পাশাপাশি আমাদের ৯ দফা দাবি তুলে ধরেছি জেলা প্রশাসনের কাছে। আমাদের দাবিগুলো পূরণ করতে হবে।
৯ দফা দাবির মধ্যে আছে- হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে অ্যাম্বুলেন্স রাখার অনুমোদন, হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকারকে প্রত্যাহার, পুলিশ দিয়ে অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি বন্ধ করা, হাসপাতাল পরিচালনা কমিটি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটিতে জেলা শ্রমিক ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা।
রোববার সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ। বেশ কয়েকজন যাত্রী বাসস্ট্যান্ডে বিপাকে পড়েছেন।
মোহাম্মদ আলী নামের একজন যাত্রী জানান, সকাল আটটায় এসে জানতে পারেন ধর্মঘটের কথা। এখন ঢাকায় যাওয়া খুবই জরুরি। কিন্তু কীভাবে যাবেন, তা ভেবে পাচ্ছেন না।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, শ্রমিকদের কেন এ ধর্মঘট, তা প্রশাসনের কাছে স্পষ্ট নয়। এ বিষয়ে তারা শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলবেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
